Hindustan Times
Bangla

স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস।

এই মুহূর্তে পুরীতে চলছে সেই ধারাবাহিকের আউটডোর শ্যুটিং। 

পুরীর সৈকতে চলা ধারাবাহিকের আউটডোর শ্যুটিংয়ের নানান মুহূর্ত ফেসবুকের পাতায় পোস্ট করেছেন অভিনেতা রাজা গোস্বামী।

সৈকতে শ্যুটিংয়ের ফাঁকে চেয়ারে বসে অভিনেত্রী অনসূয়া মজুমদার।

শ্যুটিংয়ের ফাঁকে লেন্সবন্দি অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

শ্যুটিংয়ের ফাঁকে সৈকতে টিমের সঙ্গে লেন্সবন্দি অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস।

কাজের ফাঁকে সৈকতে বসে ব্রেকফাস্ট ও আড্ডায় ব্যস্ত অভিনেত্রীরা।

শট দেওয়ার ফাঁকে পর্দার ‘কমলিনী’ ওরফে অপরাজিতা ঘোষ দাস।

শট দেওয়া ফাঁকে অভিনেতা ভিভান ঘোষ।

কাজের ফাঁকে সৈকতেই চেয়ার-টেবিল পেতে হল খাওয়াদাওয়া।

'চিরসখা'র গল্প বুনেছেন লীনা গঙ্গোপাধ্যায়।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।