Hindustan Times
Bangla

শিব-পার্বতীর এই বিভিন্ন নামগুলি বেছে নিতে পারেন আপনার ছোট্ট সোনার জন্য

ভগবান শিবকে বলা হয় 'অভয়'। এই নামের অর্থ নির্ভীক বা সাহসী।

ভগবান শিব এবং বিষ্ণুকে 'প্রণব' বলা হয়। এই নামের অর্থ উপাধি ধারক।

ভগবান শিবকে বলা হয় 'রুদ্র'। পুত্র সন্তানের জন্য রুদ্র নাম অত্যন্ত শুভ। এই নামের অর্থ সাহসী।

'পুষ্কর' শব্দের অর্থ সুন্দর হ্রদ বা আকাশ। পুত্র সন্তানের নাম এটিও রাখতে পারেন।

'অভিরাম' শব্দের অর্থ সবথেকে সুন্দর। ভগবান শিবকে সব রূপেই সুন্দর পাওয়া গিয়েছে।

'আর্য' দেবী পার্বতীর নাম। কন্যা সন্তানের জন্য বেছে নিতে পারেন এই সুন্দর নাম।

দেবী পার্বতীর নাম 'বৈষ্ণবী'। এর অর্থ সুন্দর রূপের দেবী। এই নামের মেয়েরা সংবেদনশীল হয়।

দেবী পার্বতীর আরেক নাম 'অপর্ণা'। কন্যা সন্তানের জন্য প্রচলিত এবং অনন্য নাম হতে পারে এটি।