Hindustan Times
Bangla

আসছে ক্রিসমাস, কীভাবে এদিন নিজের বাড়িটাকে সাজিয়ে তুলবেন

বড়দিন আসার আগে থেকে নতুন বছর শুরু পর্যন্ত চলছে থাকে উৎসব। এই সময়ে বাড়িতে আসেন অতিথিরাও।

ক্রিসমাসে কেমন করে সাজাবেন নতুন বাড়ি, দেখে নেওয়া যাক কিছু সহজ পদ্ধতি-

বড়দিনের আগে থেকেই দোকানে নানা রংয়ের রকমারি জিনিস কিনতে পাওয়া যায়। বড়দিনের বাড়ি সাজানোর জিনিস আগে কিনে আনতে হবে।

বাড়ির বিভিন্ন জায়গায় তুলোর মাধ্যমে নকল বরফ এবং তার মধ্যে পুতুল বসিয়ে দিন।

 বাড়ি সাজানোর জন্য ক্রিসমাস ট্রি নিয়ে আসুন বেশ কয়েকটি। তার মধ্যে আলো এবং রকমারি রংয়ের বল ঝুলিয়ে দিতে পারেন।

 ক্রিসমাস ট্রি-তে  নানা রংয়ের বলের সঙ্গে তাতে গিফট বক্সের মতো ছোট ছোট বিভিন্ন রংয়ের কাগজে মোড়া বাক্সও কিনতে পাওয়া যায়, সেগুলি ঝুলিয়ে দিন।

পুরো বাড়ির সিলিং থেকে নানা রংয়ের বল এবং গিফট বক্স ঝুলিয়ে দিতে পারেন। বেলুনেরও ব্যবহার করতে পারেন।

খাবারের টেবিলের মধ্যে ছোট ছোট বেশ কিছু শো পিস রাখতে পারেন, যা বড়দিনের সঙ্গে মানানসই।

এই সময়ে বাড়ির বাইরে যেমন আলো দিচ্ছেন, ঘরের ভিতরেও রঙিন আলো ব্যবহার করতে ভুলবেন না।