By Soumick Majumdar
Published 20 Jan, 2023

Hindustan Times
Bangla

পড়ুয়ারা পাবেন মেধাশ্রী, জানুন শর্তাবলি

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির(OBC) পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হবে।

মেধাশ্রীর আওতায় বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে OBC ছাত্রছাত্রীদের। 

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে। সেই দায়িত্ব রাজ্যই নেবে।

পঞ্চায়েত ভোটের আগে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।