Hindustan Times
Bangla

কফি পারে ত্বকের সব সমস্যা মেটাতে, কী করবেন জেনে নিন

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কফি, যা ত্বকে নানা ভাবে উপকারি

নানা উপায়ে ত্বকে কফি ব্যবহার করা যায়

কফি ফেস মাস্ক

একটি পাত্রে ২ টেবিল চামচ কফি এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। পেস্টটি ৩০ মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। 

কফি ফেস স্ক্রাব

১ টেবিল চামক গ্রাউন্ড কফির সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ৫ মিনিটের জন্য বৃত্তাকার গতিতে মেসেজ করুন। ৩০ মিনিট হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।

কফি আই মাস্ক

একটি পাত্রে ১/২ কাপ কফির সঙ্গে ১/২ চামচ অলিভ অয়েল মেশান। পেস্টটি চোখের নীচে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

কফি বডি স্ক্রাব

১/৪ কাপ তাজা গ্রাউন্ড কফি, ১/৪ ব্রাউন সুগার এবং অল্প লেবুর রস মেশান। মিশ্রণের সঙ্গে কয়েক ফোঁটা জল যোগ করুন। স্ক্রাবটি সারা শরীরে ব্যবহার করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।