By Subhasmita Kanji
Published 28 Oct, 2023

Hindustan Times
Bangla

পুজোয় রোজ রোজ বাইরে ঘুরে ত্বকের গ্লো হারিয়ে গিয়েছে? 

ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে বাড়িতেই বানিয়ে নিন এই ঘরোয়া প্যাক। 

রান্নাঘরে থাকা কফি দিয়ে বানান প্যাক। 

কফি যে একটি অত্যন্ত পছন্দের পানীয় সেটাই নয়, এটা কিন্তু রূপচর্চাতেও ব্যবহৃত হয়। 

ত্বক পরিচর্যায় কফির ব্যবহার হয়। কফি ত্বককে এক্সফলিয়েট করে। 

আর উজ্জ্বল প্রাণবন্ত ত্বক কে না চায়! তাই ঘরেই বানান কফির ফেসপ্যাক। 

এই প্যাক বানানোর জন্য একটা বাটিতে একটু কফি, একটু হলুদ গুঁড়ো এবং সামান্য কাঁচা দুধ নিন। 

এবার ভালো করে মিশিয়ে নিন। 

এবার এটাকে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

এছাড়া কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে সেটাও মুখে লাগাতে পারেন। 

এই প্যাক লাগালে ত্বকের ঔজ্জ্বল্য যেমন ফিরবে তেমনই ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবে।