By Sanket Dhar
Published 8 Nov, 2023

Hindustan Times
Bangla

কে আবিষ্কার করলেন কন্ডোম? অনেকেই হয়তো জানেন না তাঁর নাম

আধুনিক পৃথিবীর প্রযুক্তি ও বিজ্ঞানের নানা ক্ষেত্রে উন্নত। কন্ডোম সেই আধুনিক বিজ্ঞানের ফসল।

অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করতে কন্ডোমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

একইসঙ্গে সঠিকভাবে পরিবার পরিকল্পনা করতে সাহায্য করে কন্ডোম।

কন্ডোমের রয়েছে আরও গুণ। যৌনরোগ প্রতিরোধে সাহায্য করে এটি।

১৬ শতকের মিশরে কন্ডোমের ব্যবহার ছিল। তবে আধুনিক কন্ডোমের স্রষ্টা গ্যাব্রিয়েল ফ্যালোপিয়াস।

১৮৭০ সালে আধুনিক কন্ডোম তৈরি হয়। ১৯৩০ সালে ল্যাটেক্স কন্ডোম উদ্ভাবিত হয়।