By Sanket Dhar
Published Feb 18, 2023

Hindustan Times
Bangla

কীভাবে গোপন সত্যি জানাবেন সঙ্গীকে? কনফেসের আগে মনে রাখুন এই টিপস

১৯ ফেব্রুয়ারি কনফেশন ডে। এই দিন প্রিয়জনকে গোপন সত্যি জানানোর দিন।

কীভাবে মনের লুকনো সত্যি জানাবেন তাকে? মাথায় রাখুন কয়েকটি টিপস

সত্যিটা বলার সময় সহজ থাকুন। ভনিতা না করে সরাসরি বলে ফেলাই ভালো।

দুজন দুজনকে সময় দিন। সঙ্গীও কিছু কনফেস করতে পারে। তার কথা শুনুন।

কখনও উত্তরের আশা করবেন না। আপনার কথা শুনে সে কী বলবে তার অপেক্ষায় থাকবেন না।

তাড়াহুড়ো করবেন না। মনের কথা বলার জন্য একটু সময় নিন।

নিজের কাছে সৎ থাকুন। কোনও সত্যি অর্ধেক বলবেন না।

কোনও কথা এখনই বললে জটিলতা হতে পারে। তেমন কথা এড়িয়ে যান। অন্য একদিন বলুন।

আরও ওয়েব স্টোরিজের জন্য