By Laxmishree Banerjee
Published 4 Apr, 2024
Hindustan Times
Bangla
প্রচণ্ড গরমের কারণে শুকনো কাশি হচ্ছে! এইভাবে সুস্থ থাকবেন।
গ্রীষ্মের মৌসুমে অনেকেরই কাশি, জ্বর ও সর্দি দেখা যাচ্ছে।
গ্রীষ্মকালে বেশিরভাগ মানুষই শুষ্ক কাশির সমস্যায় ভোগেন।
আপনি যদি শুকনো কাশিতে সমস্যায় থাকেন তবে এই ঘরোয়া প্রতিকারগুলি অনুসরণ করে আপনি অনেকাংশে উপশম পেতে পারেন।
শুষ্ক এক গ্লাস গরম জলে নুন দিয়ে গার্গেল করুন।
শুষ্ক কাশি থেকে মুক্তি পেতে চাইলে হলুদের সাথে গরম দুধ পান করুন।
আপনি যদি শুকনো কাশিতে কষ্ট পান তাহলে আদা খাওয়া উচিত। এতে উপস্থিত অ্যান্টি- ইনফ্লেমেটরি গলা ব্যথা উপশম করতে পারে।
শুকনো কাশি থেকে মুক্তি পেতে চাইলে মধু খান। এতে গলার শুষ্কতা দূর হবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন