Hindustan Times
Bangla

বিয়ের ৬ বছর পর দিলেন সুখবর, বাবা হতে চলেছেন ক্রিকেটার ইশান্ত শর্মা

ইশান্ত শর্মার পরিবারে খুশির হাওয়া। বাবা হতে চলেছেন ক্রিকেটার। অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী তথা বাস্কেটবল খেলোয়াড় প্রতিমা সিং। সম্প্রতি বেবি শাওয়ার হল প্রতিমার।

ইশান্ত শর্মার শ্যালিকা আকাঙ্খা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতিমার বেবি শাওয়ারের অনেক ছবি শেয়ার করেছেন।

প্রেম করে ২০১৬ সালে বিয়ে করেন ইশান্ত শর্মা এবং প্রতিমা সিং। বিয়ের ৬ বছর পর বাবা-মা হতে চলেছেন এই দম্পতি।

ইশান্তের দিল্লির বাড়িতে বেবি শাওয়ারের সমস্ত অনুষ্ঠান হয়

পরিবারের সদস্যরা এবং দম্পতির খুব ঘনিষ্ঠ বন্ধুরা পার্টিতে উপস্থিত ছিলেন

ইশান্ত এবং প্রতিমা প্রেম করে বিয়ে করেন। প্রতিমা সিং একজন জাতীয় পর্যায়ের বাস্কেটবল খেলোয়াড়।

একবার প্রতিমা সিংয়ের বাস্কেটবল ম্যাচে অতিথি হয়ে এসেছিলেন ইশান্ত। সেখান থেকেই দুজনের প্রেমের গল্প শুরু হয়।