By Priyanka Bose
Published May 20, 2023
Hindustan Times
Bangla
কলেজ জীবন থেকে প্রেম, কীভাবে টেনিস খেলোয়াড় শীতলের প্রেমে পড়েন উথাপ্পা
ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। আইপিএল ২০২৩-এ ধারভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে তাঁকে।
প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার স্ত্রীকে চেনেন?
উথাপ্পার স্ত্রীর নাম শীতল গৌতম। বিয়ের পর নিজের নামের আগে সোশ্যাল মিডিয়ায় রবিন উথাপ্পা লেখেন তিনি।
২০১৬ সালের ৩ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন উথাপ্পা এবং শীতল।
কলেজ জীবন থেকে পরিচয় উথাপ্পা এবং শীতলের। উথাপ্পা ছিলেন শীতলের সিনিয়র। দুজনেই ছিলেন ক্রীড়াবিদ।
কলেজ জীবন থেকেই শুরু হয় উথাপ্পা-শীতলের লাভ স্টোরি। প্রাক্তন টেনিস খেলোয়াড় শীতল। ১৯৮১ সালের ৬ জুন বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি।
৯ বছর বয়স থেকে টেনিস খেলা শুরু করেন শীতল। তাঁর ভাই অর্জুন গৌতমও প্রাক্তন টেনিস খেলোয়াড়।
খ্রিস্টান পরিবারের ছেলে উথাপ্পা অন্যদিকে শীতল হিন্দু। প্রথমে খ্রিস্টান ধর্ম অনুযায়ী এবং পরে হিন্দু ধর্ম অনুযয়ী বিয়ে করেন তাঁরা।
২০১৭ সালে প্রথম সন্তানের জন্ম দেন শীতল। বর্তমানে দুই সন্তানের বাবা-মা উথাপ্পা-শীতল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন