By Priyanka Bose
Published 1 Jul, 2023

Hindustan Times
Bangla

সচিন নাকি কোহলি, পড়াশোনার দৌড়ে কে এগিয়ে

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রাক্তন ব্যাটার সচিন তেন্ডুলকর এবং বর্তমান তারকা ব্যাটার বিরাট কোহলিকে বিশ্বের শীর্ষ ধনী ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয়।

এই দুই ক্রিকেটারের শিক্ষাগত যোগ্যতা কত জানেন?

১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বইয়ে জন্মগ্রহণ করেন সচিন তেন্ডুলকর। মাত্র ১২ ক্লাস পর্যন্ত পড়েছেন তিনি।

মাত্র ১৬ বছর কয়েক মাস বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাস্টরব্লাস্টারের।

এই কারণে দ্বাদশের পর পড়াশোনা শেষ করতে পারেননি সচিন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের খালসা কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি।

ক্রিকেট কেরিয়ারে ২০০টি টেস্ট ম্যাচ, ৪৬৩টি ODI এবং ১টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সচিন।

আসা যাক, 'রান মেশিন' নামে পরিচিত বিরাট কোহলির কথায়। সচিনের মতো কোহলিও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন কোহলি।

সচিনের মতো কোহলিও ক্রিকেটের জন্য উচ্চশিক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। কেরিয়ারে এখন পর্যন্ত ১০৯টি টেস্ট ম্যাচ, ২৭৪টি ওয়ান ডে, ১১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন।