Hindustan Times
Bangla

২ দিন আগেই ৪০এ পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বয়স বাড়লেও ক্ষিপ্রতা বিন্দুমাত্র কমেনি রোনাল্ডোর, বোঝালেন সৌদি প্রো লিগের ম্যাচে

৪০এ পা দেওয়ার পর নিজের প্রথম গোল করে ফেললেন সিআরসেভেন

আল ফেইয়া ক্লাবের বিরুদ্ধে সৌদি প্রো লিগের ম্যাচে গোল করে দলকে জেতালেন রোনাল্ডো

আল নাসের জিতল ৩-০ গোলে, জোড়া গোল করলেন জন দুরান

কেরিয়ারের ৯২৪তম গোলটি করলেন সিআরসেভেন, এগোলেন ১০০০ গোলের মাইলস্টোনের দিকে

নাওয়াফ বৌশালের বাড়ানো বলে পিছন থেকে দুরন্ত গতিতে দৌড়ে এসে অসাধারণ গোল করে যান রোনাল্ডো