By Suman Roy
Published May 13, 2023

Hindustan Times
Bangla

ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, তার আগে কী কী করবেন? এখনই জেনে নিন

সাইক্লোন ‘মোখা’ আছড়ে পড়তে পারে। কী কী ব্যবস্থা নেবেন তার আগে?

ঘূর্ণিঝড় মোখা নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে বহু জায়গায়। কিন্তু ব্যক্তিগত ভাবেও সতর্ক থাকা উচিত এই সময়ে। 

ঘূর্ণিঝড় বহু ধরনের সমস্যা ডেকে আনতে পারে। তাই আগে থেকে কী কী ব্যবস্থা নেবেন? জেনে নিন।

ঝড়ের সময়ে বাড়ির বাইরে যাবেন না।

বাড়ির বাইরে গাড়ি, মোটরসাইকেল রেখে দেবেন না।

টিভি, ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখবেন। 

মোবাইলের ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ ইত্যাদিতেও চার্জ দিয়ে রাখুন।

ঝুলে থাকা গাছের ডাল, ইঁট, ছাদে রাখা টব, সাইনবোর্ড, ডাস্টবিনগুলির ব্যবস্থা নিন।

সহজেই বানানো যাবে এমন খাবার, যেমন ইনস্ট্যান্ট নুডলস রাখুন। চাল, ডাল, আলুও এনে রাখুন।

বাড়িতে অস্থায়ী শেড, বেড়া, দরজা, ছিটকিনিহীন কাঁচের জানলা থাকলে, সেগুলি ঠিক করে গুছিয়ে রাখুন।

ইমার্জেন্সি লাইট, হ্যারিকেন, মোমবাতি, টর্চ তৈরি রাখুন। বাড়িতে ইনভার্টার থাকলে ফুল চার্জ দিয়ে রাখুন। 

ঝুলে থাকা বা ছিড়ে পরে থাকা তারে হাত দেবেন না। বিদ্যুৎ অফিসে খবর দিন।