Hindustan Times
Bangla

সারারাত মুখে টক দই লাগিয়ে ঘুমালে কী কী উপকার পাওয়া যায়?

দইয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, ল্যাকটিক অ্যাসিড ত্বকের জন্য উপকারী।

দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদানের কারণে সারারাত ঘুমানোর আগে মুখে লাগালে ত্বকের জন্য অনেক উপকার পাওয়া যায়।

দইয়ে ক্যালসিয়াম থাকে, তাই সারারাত ঘুমানোর আগে মুখে লাগালে মুখের দাগ কমে যায়।

দই একটি ভালো ময়েশ্চারাইজারও। এটি মুখে লাগালে ত্বক নরম হয়।

মুখে দই লাগালে ত্বক টানটান হয় এবং বলিরেখা কমে যায়।

রাতে ঘুমানোর আগে মুখে ম্যাসাজ করার সময় দই লাগিয়ে নিন এবং সকালে জল দিয়ে মুখ পরিষ্কার করুন। পিগমেন্টেশনের সমস্যা চলে যাবে।

দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিডের কারণে মুখের ছিদ্র কমে যায়। ত্বক মসৃণ হয়ে যায়।