Hindustan Times
Bangla

কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল থেকে জলপ্রপাত, দার্জিলিং গেলে ঘুরতে পারেন এই জায়গাগুলি

গরমে দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? এখানের সেরা জায়াগুলি বেড়িয়ে আসতে পারেন-

নাইটিংগেল পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘার সেরা এবং অপরূপ দৃশ্য দেখা যাবে।

দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় ভিউ পয়েন্ট ঘুম রক।

রেলওয়ে ট্র্যাকের বড় লুক বাতাসিয়া লুপ। একটি চলমান টয়ট্রেন এখানে ৩৬০ ডিগ্রি ঘোরে। 

দার্জিলিংয়ে অন্যতম সুন্দর পর্যটন স্থান ভিক্টোরিয়া জলপ্রপাত।

৮৪৪২ ফুট উচ্চতাযুক্ত টাইগার হিল দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি।

তুষার আবৃত পাহাড় দর্শকদের অনেক আকর্ষণ করে। এছাড়া টাইগার হিলের আকর্ষণীয় দৃশ্য বার বার টানে দর্শকদের।

দার্জিলিংয়ের অন্যতম সুন্দর জায়গা সেন্থল লেক। এখানে অনেকে পিকনিক করতে আসেন।

পাহাড় এবং পাথর কেটে তৈরি দার্জিলিংয়ের রক গার্ডেন।