Hindustan Times
Bangla

চোখের তলায় কালি? কীভাবে কফি দিয়ে কমাবেন এই দাগ

চোখের নীচের কালো দাগ আপনার মুখের সৌন্দর্য কমিয়ে দেয়।

রেহাই পেতে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করলেও অনেক সময় ভালো ফল দেয় না।

কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি- ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ডার্ক সার্কেল দূর করতে কার্যকর।

চোখের নীচের কালো দাগ কমাতে এক চা চামচ কফি পাউডারে আধা চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।

১০-১৫ মিনিট শুকাতে দিন এবং তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এক চামচ কফি পাউডারে ১০-১৫ ফোঁটা বাদাম তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং চোখের নীচে ১০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন।

কফি এবং বাদাম তেলের সংমিশ্রণ চোখের নীচের ত্বককে নরম করবে এবং ডার্ক সার্কেল কমিয়ে দেবে।