By Sanket Dhar
Published 16 Nov, 2023

Hindustan Times
Bangla

সোনম কাপুরের বাড়িতে নৈশভোজে জেভিড বেকহ্যাম! রইল কিছু ঝলক

বিশ্বসেরা প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম এসেছিলেন ভারত বনাম নিউজিল্যান্ড খেলা দেখতে।

সোনম কাপুর ও আনন্দ আহুজার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন  অভিনেতা অনিল কাপুরও। 

শাহিদ কাপুরকেও এই দিন দেখা যায় নৈশভোজে উপস্থিত থাকতে।

শাহিদ  কাপুরের স্ত্রী মীরা রাজপুতও আমন্ত্রিত  ছিলেন এই দিন 

ফারহান আখতার ও তার প্রেমিকা শিবানি দান্ডেকরকে দেখা যায় এই দিন।

ডেভিড বেকহ্যাম খেলা দেখার সময় তাঁর সঙ্গেই সেখানে ছিলেন সিড-কিয়ারা জুটি।