Hindustan Times
Bangla

রাজ্য বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা

ডিএ বৃদ্ধির দাবি নিয়ে লাগাতার আন্দোলন চলছে রাজ্য সরকারি কর্মীদের।

বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতেই চলছে এই আন্দোলন।

তার মাঝেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াল রাজ্য।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাজেট পেশ করেন।

সব মিলিয়ে তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল এবারের বাজেটে। মার্চ থেকে কার্যকর হবে এই ডিএ বৃদ্ধি।

আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ পান।

নয়া ঘোষণায় রাজ্য সরকারি কর্মীরা ছয় শতাংশ ডিএ পাবেন।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পান।

রাজ্য সরকারি কর্মীরা যদিও তাদের দাবিতে অচল। ডিএ শুনে প্রতিক্রিয়া, ‘এই ভিক্ষার দান চাই না’