By Subhasmita Kanji
Published 7 Jan, 2025
Hindustan Times
Bangla
সদ্যই বেনারস ঘুরে এলেন তিনি। এবার গেলেন তীর্থ করতে। বেনারস সফরের ছবি পোস্ট দেবচন্দ্রিমার।
এদিন তাঁকে সাদা শাড়ি পরে লাল চাদির গায়ে দিয়ে ভোর ভোর পুজো দিতে দেখা গেল কাশী বিশ্বনাথ মন্দিরে।
শুধু তাই নয়, পুজো দিয়েই মাথায় তিলক কেটে মন দেন মালাই, রাবড়িতে।
শুধুই কি তাই? প্রদীপ জ্বালিয়ে ভাসালেন গঙ্গায়।
রাতের শুনশান ঘাটে একাকী বসে উপভোগ করলেন খাবার।
ভোরের গঙ্গার ঘাটে দাঁড়িয়েও ছবি তুলতে দেখা যায় দেবচন্দ্রিমাকে।
গঙ্গার পাড় বা অলিগলিতে দাঁড়িয়ে বিভিন্ন পোজেও ছবি তুলতে দেখা গেল তাঁকে।
প্রসঙ্গত সম্প্রতি তিনি দুবাই ঘুরে ফিরলেন। সেখানে স্কাই ডাইভিং করেছেন দেবচন্দ্রিমা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।