By Priyanka Bose
Published 12 Sep, 2023

Hindustan Times
Bangla

নৌকা কাঁপিয়ে বলিউডি গানে তুমুল নাচ দেবিনার, তাঁর চোখে দেখুন সুইৎজারল্যান্ড

সপরিবারে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। জেনেভায় এক ইয়টে দাঁড়িয়ে বলিউড গানে ঠুমকা লাগিয়েছেন অভিনেত্রী।

জেনেভায় ইয়ট চালানোর এই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা গুরমিত চৌধুরি

দুই মেয়ে এবং স্বামীর সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছেন দেবিনা

জেনেভা থেকে মন ভালো করা একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন দেবিনা ও গুরমিত

২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবিনা-গুরমিত

জেনেভা থেকে এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী