By
Published 13 Feb, 2025
Hindustan Times
Bangla
সদ্য মা হয়েছেন, তবু গ্ল্যামার যেন উপচে পড়ছে! ফের একবার আন্তর্জাতিক জুয়েলারি কোম্পানির অনুষ্ঠানে মুগ্ধ করলেন দীপিকা।
পরনে কালো লং ময়ূরের পেখমের মতো গাউন, দুবাইয়ে আয়োজিত ফ্রেঞ্চ জুয়েলারি কোম্পানির ২৫ বছরের অনুষ্ঠানে আরও একবার মুগ্ধ করলেন দিপ্পি।
তবে নজর কাড়ে দীপিকার গলার বিশাল একখানা নেকলেস। কার্টিয়ারের নেচার স্যুভেজ কালেকশনের নেকলেস এটি।
ফ্রেঞ্চ জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দীপিকা, তাই তাঁদের গয়নাতেই সেজেছিলেন দিপ্পি।
দীপিকার এই নেকলেসটি সাদা-কালো হীরে ও সবুজ পাথর দিয়ে তৈরি, সঙ্গে রয়েছে একটি ৬৩.৭৬-ক্যারেটের একটি রুবির দুল।
দীপিকার কালো অফ শোল্ডার লং গাউনটি ডিজাইনার লেবেল JADE-এর মনিকা ও কারিশমার ডিজাইন করা।
পোশাকের সঙ্গে মিলিয়ে কানে হীরের স্টাড দুল ও চোখ ও মুখের মেকআপ করেছিলেন এই বলি ডিভা।