Hindustan Times
Bangla

রয়েছে রক্তের সম্পর্ক! দেবের জন্মদিনের পার্টিতে রুক্মিণীর পাশে দাঁড়ানো কন্যেকে চেনেন?

বুধবার ছিল টলি তারকা দেবের জন্মদিন, লেডি লাভ রুক্মিণীকে পাশে নিয়েই উদযাপনে মাতলেন নায়ক

কাছের মানুষদের নিয়েই জন্মদিনের উদযাপনে মেতেছিলেন দেব,কুঠার হাতে কেক কাটার  ভিডিয়ো রীতিমতো ভাইরাল

কেক কাটার সময় রুক্মিণীর পাশে আরও এক কন্যেকে দাঁড়িয়ে দেবের জন্মদিনের গান গাইতে দেখা গিয়েছে, চেনেন তাঁকে?

তিনি আর কেউ নন, দেবের আদরের ছোটবোন দীপালি অধিকারি

দেবের সবচেয়ে কাছের মানুষ দীপালি, দাদার জন্য নিবেদিত প্রাণ

রুক্মিণীর সঙ্গেও দারুণ বন্ডিং দেবের বোনের। জন্মদিনের প্ল্যানিংয়ে রুক্মিণীর সারাক্ষণের সঙ্গী দীপালিও

বছর ৬ আগে বোনের জন্য একটা স্যালোঁ খুলে দিয়েছিলেন দেব

দেবের জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন মানামী, ছিলেন যিশু-সৃজিতরাও