Hindustan Times
Bangla

সরস্বতী পুজোর দিনই নতুন ছবির কাজ শুরু করলেন দেব। 

১৪ ফেব্রুয়ারি দেবের প্রযোজনা সংস্থায় পুজোর পাশপাশি খাদান ছবিটির শুভ মহরতের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। 

এদিন তাঁকে একটি নীল রঙের পাঞ্জাবি পরে দেবী মূর্তির সামনে ক্লিপবোর্ড হাতে পোজ দিয়েছিলেন। 

এদিন দেবের প্রযোজনা সংস্থার সরস্বতী পুজো এবং খাদান ছবিটির শুভ মহরতের অনুষ্ঠানে হাজির ছিলেন নীলায়ন চট্টোপাধায়, ইধিকা পল, প্রমুখ। 

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকেও। 

দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সহ সুরিন্দর ফিল্ম এই ছবিটির প্রযোজনা করবে। 

শীঘ্রই শুরু হচ্ছে খাদান ছবিটির শুটিং। তবে কবে এটা মুক্তি পাচ্ছে সেটা এখনও জানা যায়নি। 

দেব সদ্যই টেক্কা ছবিটির শুটিং শেষ করেছেন।