Hindustan Times
Bangla

গৌরব চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। বরের জন্মদিনে বিশেষ পোস্ট করলেন দেবলীনা। 

গৌরবের একাধিক ছবি শেয়ার করে তাঁকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা।

সকালের কফি ডেট, বাড়ির মধ্যেই দুজনের ড্যান্স পার্টি সহ কোন কোন বিষয়ে দুজনে চর্চা করেন সবটাই এদিনের লেখায় তুলে ধরলেন গৌরব পত্নী। 

দুজনের খুনসুটি ভরা মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। 

পাবে নাচ গান থেকে হোলি এমনকি সদ্য অনুষ্ঠিত হওয়া জামাই ষষ্ঠী, সব কিছুর ছবিতেই নিজেদের সম্পর্ক যাপনের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তাঁকে। 

বউয়ের পোস্টে কমেন্ট করতে ভোলেন না গাঁটছড়ার ঋদ্ধি। 

এই ধারাবাহিকের বিভিন্ন অভিনেতারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। 

অনিন্দিতা বোসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দেবলীনার সঙ্গে নতুন করে সংসার পাতেন গৌরব। 

এখন দুজনে জমিয়ে সংসার করছেন। তার আপডেট মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়।