Hindustan Times
Bangla

গেরুয়া বিকিনিতে পর্দার পার্বতীর সাহসী অবতার, সোনারিকার শরীরী নেশায় বুঁদ ভক্তরা

'দেবো কে দেব মহাদেব'-এ পার্বতীর চরিত্রে অভিনয় করা সোনারিকা ভাদুরিয়ার সাম্প্রতিক ছবিগুলো নেটপাড়ায় ঝড় তুলছে

সোনারিকা বিবাহিত এবং বর্তমানে তার স্বামীর সাথে ছুটি কাটাচ্ছেন।

সোনারিকা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এবং নিয়মিত তার ছবি এবং ভিডিও শেয়ার করেন।

ছবিতে সোনারিকাকে গেরুয়া রঙের বিকিনি পরে সমুদ্র সৈকতে পোজ দিতে দেখা যাচ্ছে।

সোনারিকার সাহসী ছবি ভরা শীতেও তার ভক্তদের ঘাম ঝরাচ্ছে, তাঁর টোনড ফিগারে মুগ্ধ সকলে

ভেজা শরীরে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, ভক্ত মনে আগুন ধরিয়ে ডাবের জল পানে ব্যস্ত সুন্দরী

গোলাপি থাই স্লিট ওয়ানপিসেও মোহময়ী সোনারিকা। চলতি বছরই বিকাশ পরাসারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনারিকা ভাদুরিয়া