অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ধনশ্রীর, তৃতীয় ব্যক্তির জেরেই ভাঙল চাহালের সংসার?
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে বিয়ে করে চর্চায় উঠে আসেন দন্ত চিকিৎসক তথা কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা
জোর চর্চা যুজির সঙ্গে চার বছরের বিয়ে ভাঙছে ধনশ্রীর। দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে অনেক আগেই। নতুন বছরের সূচনায় ডিভোর্স জল্পনা উস্কে দিয়েছেন দুজনে
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তাঁরা। স্ত্রীর সঙ্গে তোলা ছবি ডিলিট করে দিয়েছেন চাহাল।
ধনশ্রী ও চাহাল প্রেমে পড়েন এবং বিয়ে করেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে
ধনশ্রী ১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জন্মগ্রহণ করেন।
ধনশ্রী ভার্মা পেশায় একজন দন্ত চিকিৎসক। তিনি ২০১৪ সালে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল কলেজে দন্তচিকিৎসা নিয়ে পড়াশোনা করেছিলেন।
ধনশ্রীর নাচের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। তাই তিনি একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন এবং তার নাচের ভিডিওগুলি ভাগ করে নেওয়া শুরু করেছিলেন।
তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়।
ডিভোর্সের জল্পনা চাউর হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ার রোষের মুখে ধনশ্রী। চাহাল অনুরাগীদের দাবি, ধনশ্রী নাকি অন্য পুরুষদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ
গত বছর কোরিওগ্রাফার প্রতীক উতেকরের সঙ্গে ধনশ্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছিল, তা নতুন করে ছড়িয়ে পড়েছে
পর-পুরুষের সঙ্গে ধনশ্রীর ঘনিষ্ঠতাই নাকি তাঁর দাম্পত্যে দূরত্বের কারণ, দাবি চাহাল ভক্তদের, তৃতীয় ব্যক্তির প্রবেশই কাল হল ধনশ্রী-চাহালের সংসারে? সেই নিয়ে মুখে কুলুপ দুই পক্ষের।