Hindustan Times
Bangla

কীভাবে 'ড্রিম গার্ল' হেমার প্রেমে হাবুডুবু খান বিবাহিত ধর্মেন্দ্র, ফিরে দেখা সেই লাভস্টোরি

শোলে, শরাফত, ড্রিম গার্ল, তুম হাসিন হাম জওয়ান, সীতা অউর গীতা, আলিবাবা অউর ৪০ চোর-এর মতো একাধিক সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী।

কীভাবে হেমার প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র জানেন? ১৯৭০ সালে 'তুম হাসিন ম্যায় জওয়ান' ছবির সেটে প্রথম পরিচয় হয় তাঁদের।

'তুম হাসিন ম্যায় জওয়ান' ছবির সেটে বন্ধুত্বের শুরু হেমা-ধর্মেন্দ্রর। এরপর একে অপরের প্রেমে পড়েন তাঁরা। বিবাহিত পুরুষের সঙ্গে মেয়ের প্রেমে নিয়ে খানিক আপত্তি ছিল হেমার বাবার।

সেই সময়ে ধর্মেন্দ্র প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত ছিলেন এবং তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে ছিল।

অন্যদিকে জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও ভালোবাসতেন হেমাকে। একটা সময় জিতেন্দ্রর সঙ্গে বিয়েও পাকা হয়ে গিয়েছিল হেমার। 

অভিনেত্রী নিজে জানিয়েছেন, জিতেন্দ্রর সঙ্গে তাঁর বিয়ের দিন মদ খেয়ে ধর্মেন্দ্র তাঁর মাদ্রাস (চেন্নাই)-এর বাড়ির দরজায় পৌঁছান। এবং ধর্মেন্দ্রর কথাতেই শেষ মুহূর্তে পরিবারের বিরুদ্ধে গিয়ে জিতেন্দ্রকে বিয়ের সিদ্ধান্ত বদল করেন হেমা।

১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেছিলেন অভিনেত্রী হেমা মালিনীকে। প্রথম পক্ষে ধর্মেন্দ্রর চার সন্তান দ্বিতীয় পক্ষে ধর্মেন্দ্রর দুই সন্তান। প্রথম স্ত্রী থাকতে হেমাকে বিয়ে করা কিন্তু খুব একটা সহজ ছিল না ধর্মেন্দ্রর কাছে।

প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তবে তার আগে দুজনেই ইসলামে ধর্মান্তরিত হন। এরপরেই হেমার সঙ্গে ধর্মেন্দ্রর দাম্পত্য শুরু হয়। 

হিন্দু বিবাহ আইন অনুযায়ী ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করতে পারেননি। তাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হেমাকে বিয়ে করেন।

ধর্মেন্দ্রর জন্য বিষয়টা সহজ করেছিলেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। ধর্মেন্দ্রর সঙ্গে এই নিয়ে বোঝাপড়া করেন তিনি।

প্রথম স্ত্রীয়ের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলেছেন অভিনেতা। সম্প্রতি নাতি করণ দেওলের বিয়েতে প্রথম স্ত্রীয়ের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন ধর্মেন্দ্র।