By Tulika Samadder
Published 15 Jan, 2025
Hindustan Times
Bangla
অনুরাগের ছোঁয়ার ২ নায়িকার সঙ্গে প্রেমচর্চা! এবার সমুদ্রে কার সঙ্গে দিব্যদ্যোতি
ছোটপর্দার অন্যতম সুপুরুষ নায়ক হলেন দিব্যজ্যোতি। আর তাঁকে নিয়ে প্রেমের গুঞ্জনও কম ছড়ায় না।
একসময় রটেছিল যে, দিব্যজ্যোতি নাকি নিজের অনুরাগের ছোঁয়ার নায়িকা স্বস্তিকার সঙ্গে প্রেম করছেন।
তবে সেই সময়, দুজনেই হাওয়ায় উড়িয়ে দেন প্রেমের গুজব।
এরপর আবার অনুরাগের ছোঁয়ারই আরেক অভিনেত্রী, সৌমিলির সঙ্গে দিব্যজ্যোতির প্রেমের খবরও ছড়িয়েছিল টলিপাড়ায়।
কলেজ পড়তে পড়তেই জয়ীতে কাজের সুযোগ আসে। তবে প্রথম বর্ষের পর আর কলেজের পড়াশোনা করতে পারেননি। কিন্তু একের পর এক হিট পেয়েছেন ছোট পর্দায়।
এই ছবিটিতে দিব্যজ্যোতির সঙ্গে আসলে তাঁর বোন অর্পিতা দত্ত।
অর্পিতার সঙ্গে ছবি দিয়ে অভিনেতা লিখলেন, 'ভাইবোন হিসেবে আমাদের চলার পথগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের বন্ধন সারা জীবন থাকবে।'
বোনের জন্মদিনে এর আগে এই ছবিটি দিয়েছিলেন দিব্যজ্যোতি সোশ্যালে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন