Hindustan Times
Bangla

সদ্য কেন্দ্রের তরফে মন্ত্রিসভায় পাশ হয়েছে , ডিজিটাল পার্সোনাল  ডেটা প্রোটকশন বিল। বিল ঘিরে তথ্য দেখে নেওয়া যাক।

নয়া এই বিল বাদল অদিবেশনের আগে পাশ হয়েছে মন্ত্রিসভায়। এটি সংসদে পাশ হলে আইনে রূপান্তরিত হবে। 

ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ২০২২ তথ্য সংক্রান্ত নিরাপত্তা ঘিরে উঠে এসেছে। 

৬ বছর আগে গোপনীয়তাকে অধিকার বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। আর সেই গোপনীয়তা ঘিরেই এই বিল।

এই বিল বিভিন্ন সংস্থার ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার ক্ষমতা দেয় সরকারকে।  করতে পারে 

প্রয়োজনে সরকার জরিমানা আরোপ করতে পারে বিধি ভঙ্গের অভিযোগে। 

বিলে প্রস্তাব রয়েছে বিধি ভঙ্গ হচ্ছে কি না তার নজরদারিতে একটি  বোর্ড গঠন করা হবে। 

বিধি কেউ লঙ্ঘন করছে কি না, তাতে নজরদারি থাকবে বোর্ডের। আইন লঙ্ঘন করলে বোর্ড ব্যবস্থা নেবে পূর্ণ অধিকারে।

কোনও প্ল্যাটফর্ম এই আইনের আওতায় বিধি ভঙ্গ করলে জরিমানা ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। 

এই বিল আইনে রূপান্তরিত হলে দেশের সব অনলাইন এবং অফলাইন ডেটা একটি আইনি ডোমেনের অন্তর্ভুক্ত হবে।

বিলে রয়েছে কিছু ব্যতিক্রম। বিলে বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে সরকারের তথ্য প্রয়োজন হলে বিলের ব্যতিক্রম হতে পারে।