Hindustan Times
Bangla

১১ ডিসেম্বর দিলীপ কুমারের জন্মবার্ষিকী। এই বছর তাঁর ১০২ তম জন্মবার্ষিকী। 

তবে জানেন কি তাঁর আসল নাম মোটেই দিলীপ কুমার নয়। বরং মহম্মদ ইউনূস খান। কিন্তু তিনি পর্দার জন্য নাম পাল্টে হন দিলীপ কুমার। 

এরম খালি তিনি একা নন, আরও অনেক মুসলিম তারকারাই নিজেদের নাম বদলেছেন। তালিকায় কে কে আছেন? 

মীনা কুমারী যাঁকে বলিউডে ট্র্যাজেডি কুইন বলা হয় তাঁর আসল নাম ছিল মেহজাবিন বানো। 

মধুবালা, যাঁর রূপের ছটায় আজও মুগ্ধ সকলে তাঁর আসল নাম মুমতাজ জেহান বেগম দেহলভী। 

জনি ওয়াকারের আসল নাম হল বদরুদ্দিন জামালউদ্দিন কাজী।

জনপ্রিয় কমেডিয়ান তথা কমিক অভিনেতা জগদীপের আসল নাম হল সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। 

বলিউডে আসার সময় শাহ আব্বাস খান থেকে নাম বদলে নিজের নাম সঞ্জয় রাখেন। সেই নামেই খ্যাতি পান অভিনেতা।