By Priyanka Bose
Published 12 Apr, 2023
Hindustan Times
Bangla
ঠেলে বেরিয়ে আসছে সুডৌল বক্ষযুগল, পা চেরা গাউনে আবার লাস্যময়ী দিশা
পা চেরা বডি হাগিং গাউনে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দিশা পাটানি
অভিনেত্রীর গাউনের বিশেষ দিকটি হল পেটের অংশের খানিকটা চেরা
অফ হোয়াইট এই আউটফিটের সঙ্গে গলায় স্টেটমন্ট নেকপিস পরেছেন অভিনেত্রী
দিশা মানেই হট, সুডৌল শরীর, তন্বী চেহারা, সুন্দর মসৃণ, ঝলমলে ত্বক। এমনটাই ভেবে থাকেন তাঁর অনুরাগীরা।
বলিউডে কান পাতলে গুঞ্জন, নতুন প্রেমে পড়েছেন ‘বাগী ২’ অভিনেত্রী।
ডেল আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে প্রায়শই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাঁকে। নেটমাধ্যমের পাতায় ‘বিশেষ বন্ধু’র সঙ্গে ছবিও শেয়ার করেছেন দিশা।
বোল্ড আউটফিটে ছবি শেয়ার করে প্রায়শই চর্চায় থাকেন দিশা
খোলামেলা পোশাক হোক বা বিকিনি, দিশা সিদ্ধহস্থ বোল্ড লুকে পোজ দিতে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন