By Abhisake Koley
Published 13 Nov, 2024
Hindustan Times
Bangla
IND vs ENG 2nd ODI: কটকে রোহিত শর্মার ৭টি ছক্কা কত মিটারের?
কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ বলে ১১৯ রান করার পথে ৭টি ছক্কা হাঁকান রোহিত। ৭টি ছয় কত লম্বা, দেখুন তালিকা।
১.৫ ওভারে গাস অ্যাটকিনসনকে ৬৯ মিটারের ছক্কা মারেন রোহিত।
২.২ ওভারে সাকিব মাহমুদকে ৭৭ মিটারের ছক্কা মারেন হিটম্যান।
৪.২ ওভারে সাকিব মাহমুদকে ৮২ মিটারের ছক্কা হাঁকান রোহিত।
৭.৪ ওভারে মার্ক উডকে ৭৯ মিটারের ছয় মারেন রোহিত।
১৫.৬ ওভারে গাস অ্যাটকিনসনের বলে ৬৪ মিটারের ছয় মারেন হিটম্যান।
২২.৫ ওভারে মার্ক উডের বলে ৮০ মিটারের ছক্কা হাঁকান রোহিত।
২৫.২ ওভারে আদিল রশিদের বলে ৮০ মিটারের ছক্কা হাঁকান রোহিত শর্মা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন