Hindustan Times
Bangla

বিয়ের পিঁড়িতে বসছেন দিব্যা-অপূর্ব, সঙ্গীত অনুষ্ঠানে হাজির কোন তারকারা

বিয়ের পিঁড়িতে বসছেন দিব্যা-অপূর্ব, সঙ্গীত অনুষ্ঠানে হাজির কোন তারকারা

৫ ডিসেম্বর, ২০২২-এ, দিব্যা এবং তাঁর বয়ফ্রেন্ড অপূর্ব পাড়গাঁওকরের বাগদান হয়েছিল।

২০ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন টেলি অভিনেত্রী দিব্যা আগারওয়াল এবং অপূর্ব পাড়গাঁওকর।

১৮ ফেব্রুয়ারী ককটেল নাইক দিয়ে শুরু হয়েছে দম্পতির বিয়ের অনুষ্ঠান।

নিকি তাম্বোলি সহ টিভি ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন এই পার্টিতে।

এজাজ খান, সুহাস রাই, বিশাল আদিত্য সিং, আকাস চৌধুরি, নিবেদিতা পাল সহ অনেক টেলি পর্দার সেলিব্রিটি যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে।

১৯ ফেব্রুয়ারি হবু দম্পতির মেহেন্দি অনুষ্ঠান। ২০ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।

দম্পতির সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত সেলিব্রিটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।