By Tulika Samadder
Published 10 Sep, 2023

Hindustan Times
Bangla

রান্নাঘরের টমেটো দিয়ে পুজোর আগে বাড়ি বসে করুন ফেসিয়াল, জানুন শুধু সঠিক নিয়ম 

পুজোর আগে ত্বকে প্রাণ ফিরে পেতে চান? চাইছেন ট্যান উঠে গিয়ে উজ্জ্বল হোক ত্বক? দামিদামি ফেসিয়াল না করলেও চলবে, শুধু লাগবে একটা টমেটো। 

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম ও ভিটামিন ‘সি’, যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। 

টমেটোতে থাকা লাইসোপিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে।

টমেটোতে থাকা এনজাইম ত্বক এক্সফলিয়েট করে মৃতকোষ দূর করে।

দেখে নিন  কীভাবে ব্যবহার করবেন টমেটো আপনার ত্বকে-

টমেটোর রস: পুজোয় একটানা প্যান্ডেল হপিংয়ের পর অনেক সময় মুখ ঘামে চিটচিট করতে থাকে। সে ক্ষেত্রে টমেটোর রস মুখে লাগিয়ে রাখুন মিনিট দশ। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ত্বক  মসৃণ ও পরিষ্কার দেখাচ্ছে। 

টমেটো ও টক দই: মুখ থেকে ট্যান তুলতে চাইলে টমেটো গ্রেট করে তার সঙ্গে টক দই মেশান। তাতে ১/২ চামচ মধু যোগ করুন। এবার এই মিশ্রণ গলায়, ঘাড়েও এই প্যাক লাগাতে হবে। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন করে টানা পুজো অবধি করে যান। 

টমেটো ও ব্রাউন সুগার: টমেটো অর্ধেক করে কেটে তার উপরে ব্রাউন সুগার ছড়িয়ে দিন। এবার সেই অংশটা মুখে-ঘাড়ে ও গলায় ঘষতে থাকুন স্নানের আগে। খুব ভালো স্ক্রাবারের কাজ করবে। হাতে-পায়েও ঘষতে পারেন। তারপর ১০-১৫ মিনিট ওভাবে রেখে টমেটোর রস শুকিয়ে গেলে স্নান করে নিন। এদিন আর সাবান মাখবেন না।