Hindustan Times
Bangla

ফ্রিজে রেখে তরমুজ খান? দেখুন কী মারাত্মক ক্ষতি করছেন শরীরের

গ্রীষ্মকাল বলতেই প্রথমে মনে পড়ে তরমুজের কথা। সহজে হজম হয় এই ফল। সঙ্গে শরীরে পর্যাপ্ত জলের যোগান দেয়।

Pixabay

কিছু মানুষ তরমুজ কেটে ফ্রিজে রেখে পরে খায়। কিন্তু এভাবে রাখা তরমুজ খাওয়া অনেক শারীরিক সমস্যার কারণ হতে পারে।

Pixabay

গ্রীষ্মকাল বলতেই প্রথমে মনে পড়ে তরমুজের কথা। সহজে হজম হয় এমন এই ফল শরীরকে পর্যাপ্ত পানি যোগায়।

বিশেষজ্ঞরা বলছেন, কাটা তরমুজ ফ্রিজে রাখলে এর গুরুত্বপূর্ণ পুষ্টিগুলি যেমন লাইকোপিন এবং ভিটামিন A ও C কমে যায়।

Pixabay

দীর্ঘক্ষণ ফ্রিজে রাখলে তরমুজের স্বাদও নষ্ট হয়ে যায়।

Pixabay

তরমুজে ৯০% এর বেশি জল থাকে। কাটার সাথে সাথেই এই ফল খেলে তা শরীরের জন্য অনেক উপকারী বলে প্রমাণিত হয়।

Pixabay

তরুজের এই আর্দ্রতার কারণেই, তা কাটার পর ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। এতে খাবারে বিষক্রিয়া হতে পারে।

Pixabay

শিশু ও বৃদ্ধদের ফ্রিজে রাখা ফল খাওয়া থেকে বিরত রাখা উচিত। ফ্রিজে রাখা তরমুজ খেলে পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে বলে জানা যায়।

Pixabay

কিছু মানুষের ফ্রিজে রাখা তরমুজ খেলে কাশি, সর্দি ও গলা ব্যথা হতে পারে।

Pixabay

দায়িত্ব অস্বীকৃতি: এখানে দেওয়া তথ্য ও পরামর্শ সম্পূর্ণ সত্য ও নির্ভুল বলে আমরা দাবি করতে পারছি না। বিভিন্ন ওয়েবসাইট ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। এগুলি অনুসরণ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা জরুরি।

Pexels