By Suman Roy
Published 13 Feb, 2024
Hindustan Times
Bangla
কত রকমের চুমু হয় জানেন? Kiss Day'তে দেখে নিন তালিকা
ঠোঁটে চুমু। সবচেয়ে পরিচিত চুমু খাওয়ার পদ্ধতি। খুবই রোম্যান্টিক।
ফ্রেঞ্চ কিস। শুধু ঠোঁট নয়, এতে কাজে লাগাতে হয় জিভও। এটিও খুব রোম্যান্টিক।
এসকিমো কিস। এতে পরস্পরের নাকে নাক ঠেকিয়ে আজর করাটাই নিয়ম।
বাটারফ্লাই কিস। দু’জনেই চোখ বন্ধ রেখে পরস্পরের চোখের পাতা স্পর্শ করানোই এই চুমুর নিয়ম।
হিকি কিস। কাঁধে বা ঘাড়ে যে চুমুর দাগ থেকে যায়, সেটাই নাকি এটি।
কপালে চুমু। ভালোবাসা বোঝাতে এই চুমু খাওয়া হয়।
ঘাড়ে চুমু। এটিকেও খুব রোম্যান্টিক বলে মনে করা হয়।
কানে চুমু। এটি খুবই আবেগের চুমু।
নিবল কিস। এখানে চুমুর উত্তেজনা বাড়িয়ে দিতে দাঁতের হালকা ব্যবহার করার নিয়ম। চুমুর সঙ্গে আলতো কামড়।
ললিপপ কিস। পরস্পরের সঙ্গে উলটো অভিমুখে শুয়ে এই চুমু খেতে হয়।
গালে চুমু। একই সঙ্গে রোম্যান্টিক এবং বন্ধুত্বপূর্ণ। দুটো অর্থই বোঝায়।
এক ঠোঁটে চুমু। এখানে অপরের যে কোনও একটি ঠোঁটে চুমু খেতে হয়।
ভিজে চুমু। খুব উত্তেজনাময় চুমু এটি। চুমু খেতে খেতে ভিজিয়ে দিতে হয় অন্য জনের ঠোঁট।
বন্ধ ঠোঁটের চুমু। এটিও খুব রোম্যান্টিক বলে মনে করা হয়।
বাতাসে চুমু। এখানে ঠোঁটে ঠোঁট স্পর্শ না করিয়ে ছুড়ে দেওয়া হয় চুমু।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন