Hindustan Times
Bangla

স্ত্রী সাফা বেগের সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের সেরা ভাইরাল ছবি

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফার্স্ট বোলার ইরফান পাঠান, অবসরের পর ক্রিকেটের কোনও ফর্ম্যাটের সঙ্গে যুক্ত নন তিনি

অবসরের নিজের কাজে মনযোগ দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটান তিনি

ইরফান পাঠানের স্ত্রীকে কে? নিজেকে বেশিরভাগ সময় পর্দার পিছনে রাখেন পাঠান-পত্নী

ইরফান পাঠানের স্ত্রীর নাম সাফা বেগ। প্রায়শই ব্যক্তিগত জীবনের নানা ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেন এই প্রাক্তন ক্রিকেটার

সোশ্যাল মিডিয়ায় সাফার সঙ্গে যে সমস্ত ছবি শেয়ার করেন ইরফান, সবেতেই তাঁর স্ত্রীর মুখ ঢাকা থাকে

সম্প্রতি বছর ৩৮-এর ইরফান স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে সাফার মুখ অর্ধেক দেখা যাচ্ছে

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি মক্কায় নিকাহ করেন এই দম্পতি

আরবের এক মডেল ছিলেন ইরফানের স্ত্রী সাফা। ক্রিকেটারের থেকে ১০ বছরের ছোট সাফা।

সাফাকে প্রথমবার দেখেই পছন্দ হয় পাঠানের।  দুবছর ডেট করার পর মক্কায় বিয়ে করেন তাঁরা।