By Priyanka Mukherjee
Published 30 Dec, 2024
Hindustan Times
Bangla
দেবের 'কিশোরী' ইধিকার আসল নাম জানেন? নিজেই বদলে ফেলেন নিজের নাম
দেবের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্সের জেরে বর্তমানে চর্চায় ইধিকা পাল
দেবের ব্লকবাস্টার ছবি খাদানের নায়িকা হিসাবে দর্শক দেখেছে ছোটপর্দার এই পরিচিত নায়িকাকে
জি বাংলার রিমলি ধারাবাহিকের সুবাদে পরিচিতি ইধিকার, পরে পিলু সিরিয়ালের রঞ্জা হিসাবে পান জনপ্রিয়তা
তবে ইধিকার আসল নাম কিন্তু টুম্পা পাল, ইন্ডাস্ট্রিতে পা দিয়েই নিজের নাম বদলেছিলেন নায়িকা
দেবী পার্বতীর আরেক নাম ইধিকা, এখন সেই নামেই সবার কাছে পরিচিত টুম্পা
বড়পর্দায় ইধিকার প্রথম ব্রেক বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে, প্রিয়তমা ছবিতে
ওপার বাংলায় ঝড় তোলার পর এখন এপারেও সেনসেশন হয়ে উঠেছেন ইধিকা
টলিউডে লম্বা রেসের ঘোড়া তিনি, এমনটাই মত বিশেষজ্ঞদের
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন