Hindustan Times
Bangla

অপারেশন থিয়েটারে কেন সবুজ বা নীল রংয়ের পোশাক পরেন চিকিৎসকরা?

বেশির ভাগ ক্ষেত্রেই অপারেশন থিয়েটারের ভিতর চিকিৎসকরা সবুজ  বা নীল পোশাকের ব্যবহার করেন। মাথার টুপি, মাস্কের রংও সবুজ হয়। 

এত রং থাকতে কেন এই নীল বা সবুজ রঙকেই বেছে নেওয়া হল এ সব ক্ষেত্রে?

বিশেষজ্ঞদের মতে, অপারেশন থিয়েটার মানেই সারা ক্ষণ রক্ত নিয়ে কাজ। এত ক্ষণ একটানা লাল রক্ত দেখতে দেখতে চিকিৎসক-নার্সদের চোখ ধাঁধিয়ে যায়, সব জায়গাতেই লালচে দাগ দেখেন।

দৃষ্টি বিভ্রমের ফলে অপারেশন করতে অসুবিধা হয়। তখন চারপাশের সবুজ রং ও পোশাকের সবুজ তাঁদের চোখকে আরাম দেয়। লালচে দেখা প্রশমিত করে।

বিংশ শতাব্দীর শুরুতে এক নামী চিকিৎসক অপারেটিং গাউনের রং সাদা থেকে সবুজ বা নীলে পরিবর্তন করেছিলেন।

একাংশ বিশেষজ্ঞের মতে, সবুজ বা নীল রঙ ব্যক্তিকে অভ্যন্তরীন ভাবে শান্ত রাখে। ফলে একাগ্রতা বজায় থাকে। সম্ভবত এটিও চিকিৎসকদের সবুজ বা নীল পোশাক পরার একটি কারণ।