জানেন কি, ট্রেনের পিছনে কেন ‘X’ বা 'ক্রস' চিহ্ন থাকে?
একটু লক্ষ্য করলেই চোখে পড়বে দূর পাল্লার ট্রেনের শেষ বগিটিতে লেখা X চিহ্নটি।
ট্রেনের বগির পিছনে X লেখার অর্থ, এই বগিটি ট্রেনের শেষ বগি। নিরাপত্তার কথা মাথায় রেখে, সাদা বা হলুদ রঙে এই এক্স লেখা থাকে।
আর এই X চিহ্নটি দেখতে পেলে স্টেশন মাস্টার বোঝেন যে, পুরো ট্রেনটি চলে গিয়েছে। পাশাপাশি যাত্রীরাও বুঝতে পারেন যে, ট্রেনটি প্ল্যাটফর্মের বাইরে চলে গিয়েছে।
আর এক্স চিহ্নটি দেখতে না পেলে পেলে স্টেশন মাস্টার বুঝতে পারেন, ট্রেনের সব বগি এখনও প্ল্যাটফর্মে আসেনি। এর পিছনের কোচগুলির এখনও আসা বাকি আছে।
আর যদি সব কোচ দেখা না যায়, তখন সেই হারিয়ে যাওয়া কোচের তথ্য বেতার বার্তার মাধ্যমে নেওয়া হয়।
এছাড়াও, যে কোচগুলি এগিয়ে গেছে তাদেরও থামতে বলা হয়।
এছাড়াও এক্সপ্রেস ট্রেনের পিছনের অংশে ব্লিঙ্ক লাইট লাগানো থাকে। রাতের আঁধারে বা কুয়াশায় সেটি জ্বলতে ও নিভতে দেখা যায়। এমন আলো মানেই অন্য ট্রেন এগিয়ে যাচ্ছে।