By Tulika Samadder
Published 13 May, 2023
Hindustan Times
Bangla
কেন আকাশের রং নীল?
আকাশের ঘন নীল রং আমাদের সকলকেই কমবেশি মুগ্ধ করে।
আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন, কেন আকাশের রং নীল, সবুজ বা গোলাপি নয় কেন?
আজ আমরা আপনাদের নীল আকাশের পিছনের বৈজ্ঞানিক কারণ বলব।
আকাশের নীল চেহারা আসলে সূর্যের সঙ্গে সম্পর্কিত। সূর্য থেকে আগত রশ্মিতে সাতটি রং রয়েছে।
এই সাতটি রঙের মধ্যে নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
বলে রাখি, যে রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে ছড়ায় বেশি। তাই নীল রং এত ছড়িয়ে পড়ে।
আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলিকণা ও জলের অগণিত কণিকা রয়েছে।
যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এটি ধুলিকণার সঙ্গে সংঘর্য করে। আর নীল রং ছড়িয়ে পড়ে। আমরাও আকাশকে নীল দেখি।
কোনও পৃষ্ঠে আঘাত করে আলোর বিচ্ছুরণকে স্ক্যাটারিং বলে। এই বিচ্ছুরণের কারণেই আকাশ নীল রঙের দেখায়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন।