Hindustan Times
Bangla

বাসন্তীর ধন্নো ঘোড়াটার কথা মনে আছে? 'শোলে'র পর কোথায় সে

সালটা ছিল ১৯৭৫। মুক্তি পেয়েছিল ‘শোলে’। বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল সেই ছবি।

অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর বন্ধুত্ব নিয়ে এগিয়েছিল ছবির গল্প। সিনেমার প্রতিটা চরিত্রই ছিল আইকনিক।

জয়-বীরু হোক কিংবা বাসন্তী, সিনেমায় প্রত্যেক অভিনেতাই দুর্দান্ত অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।

এই ছবিতে বাসন্তীর এক সঙ্গী ছিলেন, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন।

ভাবছেন কোন সঙ্গীর কথা বলছি? 

আসলে শোলেতে বাসন্তীর সঙ্গে ছিল 'ধন্নো'। একটি সাদা ঘোড়া। ছবির 'চল ধেন্নো' ডায়লগ তুমুল জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে।

জয়, বীরু, গব্বর, বাসন্তীর কথা আমরা কম-বেশি সবাই জানি। কিন্তু শোলের পর কী হয়েছিল ধন্নোর?

এই ছবির থেকেই বাকি চরিত্রগুলির মতো 'ধন্নো'ও খুব খ্যাতি পেয়েছিল।

তবে শোলের পর অন্য কোনও ছবিতে এই ঘোড়া ব্যবহার হয়েছে কিনা তার কোনও রেকর্ড মেলেনি। 

সিনেমার সঙ্গে যুক্ত বিশিষ্টদের দাবি, ধন্নোর চরিত্র আইকনিক হলেও তাঁর কথা কেউ জানে না।