Hindustan Times
Bangla

খুশি নাকি রাগ! কুকুরের লেজ নাড়া দেখেই বুঝুন কী বলতে চায় সে

সাধারণভাবে লেজ নাড়ার মধ্য দিয়ে কুকুরের আবেগের প্রকাশ ঘটে। অনেক সময় একে উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবেও দেখা চলে।

একদল কুকুর যখন কোনো আগন্তুকের মুখোমুখি হয়, তখন লেজের অবস্থান থেকে তারা বুঝে নেয় কে তাদের মধ্যে দলপতি। যেমন—হুমকির মুখে লেজ যদি খাড়া ওপরে তোলা থাকে, এর মানে সে ওই দলের নেতা।

যার লেজ নিচের দিকে থাকে, ধরে নিতে হবে সে অন্যদের বশ্যতা মেনে নেওয়ার সংকেত দিচ্ছে।

সাধারণত আমরা লেজ নাড়ানো দেখলেই বুঝি, কুকুরটি খুশি হয়েছে বা কিছু খেতে চাইছে।

কিন্তু গবেষণায় পাওয়া গিয়েছে ভিন্ন। কুকুররা তাঁদের লেজ ডানদিকে নাড়তে থাকে যখন তারা খুশি হয়। ভয় পেলে নাড়তে থাকে বাঁ দিকে। 

যখন তারা আস্তে আস্তে লেজ নাড়ায়, তার মানে হচ্ছে তারা কিছু একটা নিয়ে ভয় পেয়েছে। জোরে জোরে লেজ নাড়ানো মানে তার রাগ প্রকাশ করছে। 

কুকুর যদি লেজটা স্বাভাবিকের চেয়ে জোরে নাড়ায়, তাহলেও বুঝতে হবে সে ভয় পাচ্ছে।