Hindustan Times
Bangla

শুক্রবার এই ৫ টি জিনিস দান করুন, এই প্রতিকারে প্রসন্ন হবেন দেবী লক্ষ্মী

সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার-অনুষ্ঠান সহকারে দেবী লক্ষ্মীর আরাধনা করা হলে ভক্তদের জীবনে কখনও কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। 

এছাড়া কিছু ধর্মীয় উপাসনা করলে ব্যক্তি সুখ, সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। শুক্রবার এই প্রতিকারগুলি চেষ্টা করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।

শুক্রবার সাদা বা গোলাপি কাপড়: শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য, সকালে ঘুম থেকে উঠে লক্ষ্মীকে প্রণাম করা উচিত এবং স্নানের পরে সাদা বা গোলাপী কাপড় পরিধান করা উচিত। এছাড়া শ্রী সুক্ত পাঠ করলেও শুভ ফল পাওয়া যায়। সকালে তাজা পদ্মফুল অর্পণ করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।

লক্ষ্মী স্তোত্র: অবশ্যই শুক্রবারে শঙ্করাচার্যের লেখা লক্ষ্মী স্তোত্র পাঠ করুন।

কালো পিঁপড়ে: দেবী লক্ষ্মীকে খুশি করতে কালো পিঁপড়েকে শুক্রবার চিনির দানা দিতে হবে। যেকোনও কাজে বাড়ি থেকে বের হওয়ার আগে মিষ্টি খাওয়া উচিত। শুক্রবার দেবী লক্ষ্মীর মন্দিরে শঙ্খ, পদ্ম, মাখন নিবেদন করতে হবে। এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।

বেডরুমে লাভ বার্ডের ছবি রাখুন: স্বামী-স্ত্রীর মধ্যে উত্তেজনা থাকলে শুক্রবার বেডরুমে লাভ বার্ডের ছবি রাখতে হবে। এটি করলে পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে। তা ছাড়া যদি বারবার অর্থের ক্ষতি হয়, তাহলে বাড়ির মূল প্রবেশপথে আবির ছিটিয়ে তার ওপর খাঁটি ঘি এর দুমুখী প্রদীপ জ্বালান। 

সুখ অর্জন: ধন-সম্পদ ও সুখ পেতে চাইলে শুক্রবার গজলক্ষ্মীর পুজো করা উচিত। এছাড়াও, প্রতি শুক্রবার ওম শুম শুক্রায় নমঃ বা ওম হিমকুণ্ডমরিণালভম দৈত্যনম পরমম গুরুম সর্বশাস্ত্রপ্রবক্তারম ভার্গবম প্রণামাম্যহম মন্ত্রটি ১০৮ বার পাঠ করা উচিত।