By
Published May 24, 2023
Hindustan Times
Bangla
বাড়িতে লক্ষ্মী বাস চাইলে সন্ধের পর করা যাবে না এই ভুলগুলি
দেবী লক্ষ্মীকে খুশি রাখতে হিন্দুবাড়িতে মেনে চলা হয় একাধিক বিধিনিষেধ।
আপনাকেও নিশ্চয়ই বাড়ির বড়রা সন্ধায় কিছু কাজ করতে বাধা দেন!
দেখে নিন সন্ধ্যায় কী কী কাজ করা একেবারেই উচিত নয়, কুপিত হন লক্ষ্মীদেবী।
সন্ধ্যায় কী কী করা উচিত নয়?
দরজা খোলা রাখুন
হিন্দুশাস্ত্র অনুসারে সন্ধ্যায় লক্ষ্মীদেবী ঘরে প্রবেশ করেন। তাই বাড়ির দরজা খোলা রাখা উচিত দিনের এই সময়ে।
ঘুম
সন্ধ্যায় ঘুমোলে লক্ষ্মীদেবী রেগে যান। তাই এই সময়টা বিছানা ত্যাগ করুন।
ঝাড় দেওয়া
সন্ধ্যায় ঘর ঝাড় দেবেন না। বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিলে লক্ষ্মীদেবী রেগে যান।
দুধ দান
দুধ ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে, সন্ধ্যায় দুধ দান করা উচিৎ নয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন