Hindustan Times
Bangla

কোরিয়ান গ্লাস স্কিন চাইছেন? রান্নাঘরের ৫ উপকরণেই ফল পাবেন হাতেনাতে

পুজো প্যান্ডেলে ঢুঁ মারার সময় চাইছেন সবাই আপনার মুখের দিকে তাকিয়ে থাক হাঁ করে? তাহলে পরখ করে দেখুন এই পাঁচ ঘরোয়া টোটকা। 

বর্তমান সময়ে কোরিয়ার মেয়েদের মতো মোলায়েম, দাগহীন সুন্দর ত্বকের চাহিদা বাড়ছে। আর  তা পেতে অনেকেই খরচ করছেন একগাদা অর্থ। 

তবে কোরিয়ান গ্লাস স্কিন পেতে দামি দামি প্রোডাক্টে ড্রেসিং টেবিল না ভরালেও চলবে। 

উজ্জ্বল স্বচ্ছ ত্বকের রহস্য কিন্তু লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। 

গ্রিন টি: এই সবুজ চা তাঁর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত।  ত্বককে উজ্জ্বল করতে ও প্রদাহ কমাতে সাহায্য করে। 

গ্রিন টি ব্যাগ ফুটন্ত গরম জলে ডুবিয়ে রাখুন। তারপর ঠান্ডা হলে তুলোর বল সেই জলে চুবিয়ে মুখে লাগান। এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। এবং ওপেন পোরসের সমস্যা কমায়।

মধু: এটি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। মধুর মাস্ক ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। নতুন ত্বক তৈরিতেও খুব কাজে আসে। 

চাল ধোওয়া জল: কোরিয়ান ত্বক চর্চায় চালের জল বিশেষভাবে জনপ্রিয়। এই পানীয় ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। রাইস ওয়াটার আপনার ত্বককে পুনরুজ্জীবিত করে, ও দাগহীন করতে সাহায্য করে। 

শসা: এই গরমে শসা আপনার ত্বককে ঠান্ডা করে। শসার মাস্কত্বক থেকে হারিয়ে যাওয়া আদ্রতা ধরে রাখে, প্রদাহকে প্রশমিত করে। ট্যান তুলে ফেলতেও খুব উপকারী।