Hindustan Times
Bangla

ঘুমের মধ্যে মানুষ অনেকরকম স্বপ্নই দেখে থাকেন। এসব স্বপ্ন ভালো-মন্দ মিলিয়েই হয়ে থাকে। 

তবে ঘুমের মধ্যে আপনি কি এমন স্বপ্ন দেখেন, যা যৌন ক্রিয়ার সঙ্গে যুক্ত?

কেন এমন স্বপ্ন দেখেন? জেনে নিন।

মনোবিদদের মতে, অবচেতন মনে মানুষ যা ভাবে বা চায় সেটাই অনেক সময় স্বপ্নে দেখতে পায়। 

মানুষ আসলে যে রকম যৌনজীবন চায় সে রকম জীবন না পেলে সেগুলো স্বপ্নের আকারে দেখা দেয়। 

আর এটা কোনো অসুখ নয়। স্বাভাবিক ঘটনা। 

তবে অস্বাভাবিক যৌনতা নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখলে মনোবিদের পরামর্শ নেয়া উচিত।

সাধারণত যেসব মানুষের যৌন জীবনে অপূর্ণতা থাকে তারা এই ধরনের স্বপ্ন বেশি দেখেন। 

শরীরের কামনা রয়েছে অথচ তা পূরণ হচ্ছে না। ফলে তা স্বপ্নে দেখা দিচ্ছে বারবার। 

এক্ষেত্রে নিয়ম করে সঙ্গীর সঙ্গে যৌনমিলন করলে স্বপ্ন আপনা থেকে বন্ধ হযে যাবে।