By Sanket Dhar
Published Jan 22, 2023
Hindustan Times
Bangla
এগুলির স্বপ্ন দেখেন রাতে? তাহলে মা লক্ষ্মীর ঐশ্বর্য আসতে চলেছে ঘরে
হিন্দু ধর্মে মা লক্ষ্মীকেই সম্পদের দেবী মনে করা হয়। তাঁর পা ঘরে পড়লে সব অভাব দূর হয়।
স্বপ্নে কাউকে লাল শাড়ি পরে হেঁটে যেতে দেখেছেন সামনের দিকে? এ কিন্তু মা লক্ষ্মীর আগমনের লক্ষণ।
স্বপ্নে ভারী বৃষ্টি হতে দেখেছেন, ঘরে অর্থ আসার আগে এমনটা হয় বলে কথিত আছে।
স্বপ্ন মতে, হলুদ বা লাল ফুল দেখলেও ঘরে অর্থসমাগমের আশা আছে।
টাকা সঞ্চয়ের স্বপ্ন দেখেছেন? এড়িয়ে যাবেন না। হয়তো শীঘ্রই আপনার আর্থিক উন্নতি হতে চলেছে।
স্বপ্নে উচুতে উঠছেন পাহাড় বেয়ে? এও কিন্তু বড় শুভ লক্ষণ।
মনে করা হয়, দাঁত ব্রাশ করার স্বপ্ন দেখাও অর্থ সমাগমের শুভ ইঙ্গিত।
স্বপ্নে মন্দিরের দেখা পেলেও তা বেশ শুভ। এটি ধনদেবতা কুবেরের আগমনের লক্ষণ।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন