Hindustan Times
Bangla

শীতে চুলের হারিয়ে যাওয়া আদ্রতা ফেরান এই ৫ উপায়ে

আপনার শরীর প্রাকৃতিকভাবে আপনার চুলকে আদ্র রাখতে পারে। কিন্তু কখনও সেই আদ্রতা যথেষ্ট হয় না। বিশেষ করে শীতকালে। 

আপনার শুষ্ক চুল ময়েশ্চারাইজ করার বেশ কিছু উপায় আছে। দেখে নিন এক নজরে-

বিভিন্ন প্রাকৃতিক তেল যেমন জলপাই, নারকেল, আমন্ড, অ্যাভোকাডো অয়েল মাখতে পারেন চুলে। শ্যাম্পু করার ৩০ মিনিট র তা চুলে লাগান। তেল লাগানো চুলে রাতে না ঘুমনোই ভালো।

চুল খুব শুষ্ক হলে আপনি প্রি কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে শ্যাম্পু খুব বেশি চুলকে খুব বেশি শুষ্ক করতে পারে না। 

এক্ষেত্রে শ্যাম্পু করার সময় পরবর্তী আদ্রতা বজায় রাখার জন্য চুলে লাগিয়ে নিন লিভ ইন কন্ডিশনার। 

চুলে একদিন বাড়িতে বানানো হেয়ারমাস্ক ব্যবহার করুন। একটা পাকা কলা চটকে নিন। তার সঙ্গে মধু মেশান। এইবার প্যাকটি চুলে লাগান। ৪০-৫০ মিনিট রেখে ধুয়ে নিন। তারপর কোনও মাইল্ড শ্যাম্পু দিন। যেদিন হেয়ারমাস্ক লাগাবেন, সেদিন প্রি কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। 

অনেক সময় সুতির বালিশের কভার, চুলের সঙ্গে ঘষা খেয়ে আরও ড্রাই করে দেয়। এক্ষেত্রে আপনি সাটিনের বালিশ কভার ব্যবহার করে নিতে পারেন।